DoinikBarta_দৈনিকবার্তাঢাবি

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ মে: আগামী ২১ মে ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের ডিন’স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।সকাল ১১টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে জীববিজ্ঞান অনুষদের ১০টি বিভাগের মোট ৫৬ জন ছাত্র-ছাত্রীকে এই পদক প্রদান করা হবে।অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেবেন।এছাড়া, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।