DoinikBarta_দৈনিকবার্তাimage_61829.keraniganj_59552

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ মে: ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় এলাকাবাসীর গণপিটুনীতে দুই ডাকাত নিহত ও আটক হয়েছে পাঁচজন ।সোমবার গভীর রাতে মডেল থানার হযরতপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।নিহতরা হলো,মোঃ আমিনুল ইসলাম(৩০) ও মোঃ রেজাউল ওরফে রেজু(৩১) ।আটককৃতরা হচ্ছে সুরুজ্জামান(৩২),আরিফ(২১),লিটন (২৮), মুঞ্জু(২৫) ও জুলহাস(২৩) ।কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ উপ-পরিদশর্ক মোঃ মনোয়ার হোসেন জানান,৮/৯জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল রসুলপুর গ্রামে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এসময় খবর পেয়ে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া দিয়ে আমিনুল ও রেজাউল নামে দুই ডাকাতকে হাতেনাতে ধরে ব্যাপক গনপিটুনী দিলে ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু ঘটে।এতে এলাকাবাসীর ধাওয়া খেয়ে দৌড়িয়ে পালিয়ে যাওয়ার সময় পাশবর্তী মানিকগঞ্জের সিঙ্গার থানার একটি পুলিশ ফাড়ির হাতে পাঁচ ডাকাত আটক হয়।কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ আজ মঙ্গলবার দুপুরে ওই পাঁচ ডাকাতকে সেখান থেকে আটক করে নিয়ে আসে। নিহত ও আটককৃত ডাকাতদের সবার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানায় ।কেরানীগঞ্জ মডেল থানার ওফিসার ইনচার্জ মজিবর রহমান জানান, নিহত ও আটককৃতরা একটি আন্ত: জেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। রসুলপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় গনপিটুনীতে দুই ডাকাত নিহত হয়েছে।