DoinikBarta_দৈনিকবার্তাasadujjaman-ripon1

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ মে: বিএনপির মুখপাত্র ড.আসাদুজ্জামান রিপন বলেছেন, সরকার সংবিধান স্বীকৃত সভা-সমাবেশ-মিছিল-হরতাল-অবরোধের মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলোকে হরণ করেছে ও কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পথকে উৎসাহিত করছে এবং এর ফলে বিরোধী মত দলিত হচ্ছে।আমরা সংঘাত নয়, শান্তি চাই- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে সাধুবাদ জানিয়ে সংলাপ ও সমঝোতার মাধ্যমে নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে বিএনপি।মঙ্গলবার (বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।

তিনি বলেন, আমার দল বিএনপিরও আগাগোড়া সংঘাত নয়, শান্তির পক্ষেই অবস্থান। কিন্তু সরকার বিরোধী দলের মিছিল, সমাবেশ পালনে প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে মৌলিক অধিকার হরণ করেছে।আসাদুজ্জামান রিপন আরও বলেন, ক্ষমসীনরা জনগণের ন্যায়সঙ্গত ভোটের অধিকারকে উপেক্ষা করে ক্ষমতায় এসেছে। আশা করি, প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর বিরোধী দলকে নির্মূলের মনোভাব ও প্রতিহিংসা বন্ধ হবে।সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা জনদাবির প্রতি সম্মান রেখে সমঝোতা ও সংলাপের পথে আসবেন। সংলাপের মাধ্যমেই নির্বাচনের পরিবেশ তৈরি করবেন

আসাদুজ্জামান রিপন বলেন, সোমবার) এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সংঘাত নয়, শান্তি চাই। আমরা তার এই দৃষ্টিভঙ্গিকে সাধুবাদ জানাই।স্পষ্টভাষায় বলতে চাই, বিএনপি আগাগোড়াই দেশে সংঘাত-সংঘর্ষের রাজনীতির বিপরীতে শান্তি-সমঝোতা ও সম্প্রীতির রাজনীতির পক্ষে। আমরা কখনো সংঘাত-নৈরাজ্য-হানাহানি-রক্তারক্তির রাজনীতিকে প্রশ্রয় ও সমর্থন দিই না।সরকার সংবিধান স্বীকৃত সভা-সমাবেশ-মিছিল-হরতাল-অবরোধের মৌলিক গণতান্ত্রিক অধিকার হরণ করেছে অভিযোগ করে রিপন বলেন, কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পথকে তারা উৎসাহিত করছে। এ ধরনের পরিস্থিতি সুশাসন ও গণতন্ত্রের জন্য অন্তরায়।সরকারকে এই পথ থেকে সরে এসে সুস্থ ও স্বাভাবিক’ রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ সৃষ্টির আহ্বানও জানান তিনি।

আসাদুজ্জামান রিপন অভিযোগ করে বলেন, বিরোধী দলের নেতা-কর্মীরা খুন-গুম-মামলা-হামলা ও গ্রেপ্তারে জর্জরিত হয়ে পড়েছে। বিরোধী মত প্রতিনিয়ত দলিত হচ্ছে।তিনি বলেন, আমরা আশা করি প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের পর মন্ত্রীদের অতিকথন এবং বিরোধী দলের নেতৃত্ব নির্মূল করার প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে।দেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নিবার্চনে বিএনপির অবস্থানের কথা তুলে ধরে দলের মুখপাত্র বলেন, আমরা বরাবরই শান্তিপূর্ণ পন্থায় জনগণকে সাথে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে সরকার গঠনের রাজনীতিতে বিশ্বাসী। এজন্য সরকারকে বলব, আর কাল বিলম্ব না নির্বাচনের গণদাবির প্রতি সন্মান দেখিয়ে সকলের সঙ্গে সংলাপের বসার উদ্যোগ নিন।একই সঙ্গে পরিবেশ সৃষ্টি স্বার্থে আটক নেতাদের অবিলম্বে মুক্তির দাবিও জানান রিপন।সংবাদ ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নেতা আফজাল এইচ খান, আবদুস সালাম আজাদ, হাবিবুর রহমান হাবিব, মুস্তাফিজুর রহমান বাবুল, আসাদুল করীম শাহিন, শামসুল আলম তোফা প্রমুখ উপস্থিত ছিলেন।