bagha

দৈনিকবার্তা-রাজশাহী , ১৯ মে: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে আটটা ভেজাল গুড়ের কারখানা সিলগালা করে দিয়েছে র‌্যাব। মঙ্গলবার এ অভিযান চলাকালে দুই লক্ষাধিক টাকার ভেজাল গুড় ধ্বংস করা হয়। ব্যাটালিয়নের দেয়া তথ্য মতে, ম্যাজিস্ট্রেট নিলুফার ইয়াসমিনের নেতৃত্বে তাদের একটি দল বাঘার আড়ানিতে অভিযান চালায়। এসময় মেজর কামরাজ্জামান পাভেল উপস্থিত ছিলেন। অভিযানে আটটি ভেজাল গুড়ের কারখানা সিলগালা করে দেয়া হয়। কারখানার সমুদয় ভেজাল গুড় ধংস করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় দুই লাখ টাকা।