DoinikBarta_দৈনিকবার্তা_265584

দৈনিকবার্তা-ঢাকা, ১৮ মে: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে একটার পর একটা গল্প তৈরি হচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আজ পত্রিকায় দেখলাম সালাহ উদ্দিনের স্মৃতিভ্রম হয়েছে। উনার যদি স্মৃতিভ্রম হয় তাহলে ১১ মিনিট উনি কী কথা বলেছেন, সেটা তো বুঝতেই পারছেন।সুরঞ্জিত সেনগুপ্ত সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে চলমান রাজনীতি বিষয়ে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় এ সব কথা বলেন।সংগঠনের উপদেষ্টা ডা.এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক নারায়ণ দেব নাথ প্রমুখ।সুরঞ্জিত বলেন, তার স্ত্রী গিয়েছেন, আমি আশা করি তার সঙ্গে দেখা হবে।তিনি বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সালাহ উদ্দিনকেও আইনী জটিলতা অতিক্রম করেই জনসম্মুখে ফিরে আসতে হবে।আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আইনী জটিলতা মোকাবেলা করেই বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদকে দেশে ফিরে আসতে হবে। কেউই আইনের উর্ধ্বে নয়।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সালাহ উদ্দিনকে নিয়ে একটার পর একটা গল্প তৈরী হচ্ছে।

সাবেক এই মন্ত্রী বলেন, আমাদের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকেব। কোন ষড়যন্ত্র-চক্রান্ত সন্ত্রাস করে বাংলাদেশের অগ্রযাত্রা, শেখ হাসিনার অগ্রযাত্রা রুখে দেওয়া যাবে না। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন, শেখ হাসিনা উন্নয়নের ডাক দিয়েছেন। আমাদের একমাত্র লক্ষ্যে উন্নয়ন। ষড়যন্ত্র-চক্রান্ত বার বার পরাজিত হয়েছে, আবারও হবে।সুরঞ্জিত বলেন, যারা একদিন বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলতো তাদের কাছ থেকে শেখ হাসিনা উন্নয়নের সার্টিফিকেট নিয়ে সারা বিশ্বের আইকন লিডার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এই জঞ্জাল শেষ করার জন্য শেখ হাসিনাকে ১০ বছর গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় থাকতে হবে।তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে উসকে দিয়ে যারা নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিলো তারাও ক্লান্ত হয়ে ফিরে এসেছে। বাংলাদেশে উগ্র সাম্প্রদায়িকতা-জঙ্গীবাদীর কোন স্থান নেই। শেখ হাসিনা রাজনৈতিক দূরদর্শীতা দিয়ে এটি মোকাবেলা করেছেন। বাংলাদেশ থেকে চিরতরে ষড়যন্ত্র-হত্যার রাজনীতি দূর করতে হবে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভৌগলিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ।