দৈনিকবার্তা-বগুড়া , ১৮ মে: বগুড়ার শাজাহানপুর উপজেলার পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মোরশেদকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১৭ মে) দিনগত রাত ৩টার দিকে আড়িয়াবাজার বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।সোমবার (১৮ মে) সকালে জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়কারী সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান এ তথ্য জানান।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের আড়িয়াবাজার বাসস্ট্যান্ডে অভিযান চালায় শাজাহানপুর থানা পুলিশ। সেখান থেকে মোরশেদকে গ্রেফতার করা হয়।মোরশেদ উপজেলার রাহিমাবাদ দক্ষিণপাড়ার দিলবর রহমানের ছেলে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ঢাকা থেকে বগুড়া আসছিলেন মোরশেদ, এমন সংবাদের ভিত্তিতে নয়মাইল আড়িয়াবাজার বাসস্ট্যান্ডে অবস্থান নেয় পুলিশ। এ সময় মোরশেদ গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। ওসি আরো জানান, মোরশেদ পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সন্ত্রাসী ও চাঁদাবাজীর ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে।গত ২৯ এপ্রিল (বুধবার) দিনগত গভীর রাতে চাঁদার দাবিতে আড়িয়াবাজার এলাকায় ব্যবসায়ীদের ওপর হামলা করে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও মারধর করে মোরশেদ ও হানজেলার বাহিনী। পরে ওই এলাকার এক ব্যবসায়ী বাদী হয়ে মোরশেদ ও হানজেলার নাম উল্লেখপূর্বক শাজাহানপুর থানায় মামলা করেন।