দৈনিকবার্তা-ফেনী, ১৮ মে: ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাটির ২০১৫-১৭ সাল মেয়াদের নির্বাচনে বর্তমান সভাপতি আইনুল কবীর শামীমের নেতৃত্বে একক প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং অন্য কোন প্রতিদ্বন্ধী না থাকায় তারা সবাই জয়ের পথে।
ফেনী চেম্বার সূত্র জানায়, নির্বাচনী অফসিল অনুযায়ী গত ৯ মে বর্তমান সভাপতি আইনুল কবীর শামীমের নেতৃত্বে ২৪ সদস্যের এ পূর্নাঙ্গ প্যানেল সদস্যরা ফেনী চেম্বার নির্বাচন কমিশনারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশন ওই মনোনয়নপত্র সমূহ যাচাই বাছাই শেষে সব গুলো মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন। তিনটি ক্যাটাগরির প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাটাগরির ১০ জন প্রার্থী হচ্ছেন- আইনুল কবীর শামীম, সাইফুর রহমান, আবদুস সেলিম, মো. ফরিদ উদ্দিন আহম্মদ পাঠান, মো. রাশেদুল হক, মামুনুর রশীদ, নাসির উদ্দিন খান, চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ, আশরাফ উদ্দিন ভূঁঞা, মোশারফ হোসেন ভূঁঞা।
সহযোগী ক্যাটাগরির ১৩ জন প্রার্থী হচ্ছেন- গোলাম মাওলা, আবদুল আউয়াল সবুজ, আবুল কাশেম, ইফতেখার উদ্দিন খাঁন, গোলাম ফারুক (বাচ্চু), খোন্দকার নজরুল ইসলাম, বজলুল করিম মজুমদার (হারুন), মজিবর রহমান ওরফে সোহেল, একেএম রফিকুল হক, মো. জালাল উদ্দিন বাবলু, সিরাজুল ইসলাম পাটোয়ারী, মো. কামরুজ্জমার আরিফ ও ফারুক আহমেদ এবং গ্রুপ ক্যাটাগরিতে একমাত্র প্রার্থী হয়েছেন মো. জাফর উদ্দিন। আগামী ১৯ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ জুন নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।প্রসঙ্গতঃ ফেনী চেম্বার নির্বাচনে একক প্যানেল হওয়ায় এবং কোন পদেই প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকার কারনে মনোনয়নপত্র জমাদানকারী সবাই এখন নির্বাচিত হিসাবে ঘোষনার অপেক্ষায় রয়েছেন।
ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ৮ জুনের পর ২৪ সদস্যের মধ্য হতে একজন সভাপতি, একজন জৈষ্ঠ্য সহ-সভাপতি এবং দুইজন কনিষ্ট সহ-সভাপতি নির্বাচন করা হবে।