vraman_addlat_banglanews24sm_977975760

দৈনিকবার্তা-রাজশাহী, ১৮ মে: রাজশাহীর চারঘাটে ভ্রাম্যমাণ আদালতে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।সোমবার (১৮ মে) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন তাদের এ কারাদন্ডের নির্দেশ দেন।কারাদন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার হলিদাগাছী এলাকার হেরোইন ব্যবসায়ী মুঞ্জুয়ারা বেগম (৪০), খুদির বটতলা এলাকার আবু সামা (৩০) ও বাবলু (৩০)।এর আগে সোমবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী ও খুদির বটতলা এলাকায় পৃথক অভিযানে পুলিশ তাদের আটক করে।

রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, উপজেলার হলিদাগাছী এলাকার কালাম বিভিন্ন স্থান থেকে হেরোইন এনে দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছিলো। তার স্ত্রী মঞ্জুয়ারা বাড়ি থেকেই নিয়মিত হেরোইনের ব্যবসা করতো। স্বামী আবুল কালামকেও ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।খুদির বটতলা এলাকার তাছেন আলীর ছেলে আবু সামা ও হলিদাগাছী এলাকার রাজ্জাকের ছেলে বাবলু নিজ বাড়িতে বসে হেরোইন সেবন ও ব্যবসা করে আসছিলো বলেও জানান ওসি আলমগীর হোসেন।