দৈনিকবার্তা-বরিশাল, ১৮ মে: বরিশালের গৌরনদী উপজেলায় সর্বত্র আমের মৌ মৌ গন্ধে ভরে জাচ্ছে। বেশিরভাগ আম গাছে থোকায় থোকায় বিভিন্ন প্রজাতির আম ঝুলছে। আম উপজেলার বিভিন্ন বাজারে আসতে শুরু করেছে। তাই পাইকাররা আমের আড়ৎ গুলোতে আগাম বুকিং দিয়েছেন। গৌরনদী উপজেলাসহ আগৈলঝাড়া, উজিরপুরের আশপাশের এলাকায় গাছে গাছে শুধু আম আর আম। ফজলি, গোপালভোগ, ল্যাংড়া, লোকনা ও আম্রপলিসহ হরেক রকমের সুস্বাদু আম ধরেছে প্রচুর পরিমানে। যদিও কয়েকটি কালবৈশাখী ঝড়ে আম পরে গেছে অনেক তারপরেও গাছে গাছে রয়েছে আমের বাহার। আমের পরিমান দেখে আম চাষি ও ব্যাপারীরা বেজায় খুশি। সময় মতো বৃষ্টি হওয়ায় আমের ফলন ভাল হয়েছে।
আর কিছুদিন পরেই বিভিন্ন বাজারে আম বেচা-কেনার ধুম পড়েযাবে। শত শত শ্রমিক হয়ে উঠবে কমব্যস্ত। উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের আম চাষী মোঃ জাহাঙ্গির সিকদার জানান, বাগানগুলোতে এবার প্রচুর আম রয়েছে। যদিও ঝড়ে অনেক আম পরে গেছে। তারপরও আমের ফলন ভাল হওয়ায় আম চাষী ও ব্যবসায়ীরা এবার লাভবান হবে বলে জানান তিনি। স্থানীয় আম ব্যবসায়ীরা জানান, ভাল জাতের আম গাছ গুলোতে আম ধরায় এবার ভাল লাভ করবেন বলে তারা আশা করছেন। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, সময় মতো বৃষ্টি হওয়ায় প্রায় প্রতিটি গাছে আম ধরেছে। এছাড়া গাছে মুকুল আসার সময়ও আবহাওয়া বেশ ভাল ছিল। এইজন্য বিগত বছরের চেয়ে এবারের আমের ফলন ভাল হয়েছে। এছারাও আম চাষিরা নিয়মিত পরিচর্যা করেছে। ফলে তারা এবার আম বিক্রি করে লাভের মুখ দেখবে।