45679_unnamed

দৈনিকবার্তা-ঢাকা, ১৮ মে: উন্নয়নের নামে সরকার গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করছে বলে অভিযোগ করেছে বিএনপি৷সোমবার বিকেল সোয়া ৪টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন৷তিনি বলেন, উন্নয়নের বিপরীতে গণতন্ত্রকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে৷ এটা অত্যন্ত ভয়াবহ ও স্বৈরশাসকের চিন্তাভাবনা৷ কারণ গণতন্ত্র কখনো উন্নয়নের প্রতিপক্ষ হতে পারে না৷সীমিত গণতন্ত্রের নামে জনগণের সাংবিধানিক অধিকারকে আইনি কাঠামোতে এনে আরো সংকুচিত করতে চায় কী না ১৪ দলীয় মহাজোটের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা চান বিএনপির এ মুখপাত্র ৷

অধিক গণতন্ত্রে বিশ্বাস করি না আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, অবৈধ ক্ষমতাসীন ১৪ দলীয় জোট সীমিত গণতন্ত্রের কথা ঘোষণা করে বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাচ্ছেন এ নিয়েও বিএনপি উদ্বেগ প্রকাশ করেন৷বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে দেশে ফেরত আনতে সরকারের সহযোগিতা পাচ্ছেন কি না প্রশ্ন করা হলে রিপন বলেন, সালাহ উদ্দিন আহমেদকে ভারতে পাওয়া গেছে৷ তিনি চাচ্ছেন দেশে ফিরে আসতে এবং তার পরিবার যদি সুচিকিত্‍সার জন্য অন্য কোনো দেশে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই বাংলাদেশ সরকারের সহযোগিতা লাগবে৷ তবে যেহেতু আমরা এখনো উনার (সালাহ উদ্দিন) পাস পোর্টেও জন্য আবেদন করি নাই৷ তাই এই মুহূর্তে বলছি না যে সরকার সালাহ উদ্দিনের বিষয়ে সহযোগিতা করছে না৷ চোখ রাঙানো বাদ দিয়ে সরকারকে গণতন্ত্রের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন৷আসাদুজ্জামান রিপন বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে৷ গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি চায় এদেশের মানুষ৷

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণতন্ত্রকে সংকোচিত করবেন না৷ আপনাদের আমলে জনগণ মৌলিক অধিকার পাচ্ছে না৷ মানুষ আইনের শাসন থেকে বঞ্চিত৷ এরপরেও গণতন্ত্র সংকোচিত করলে এর পরিণতি হবে ভয়াবহ৷ সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে রিপন বলেন, সালাহ উদ্দিন আহমেদকে ভারতে পাওয়া গেছে৷ তাকে বাংলাদেশে আনতে এবং চিকিত্‍সার জন্য বিদেশে নিতে সরকারের সহযোগিতা চাই৷সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, জলবায়ু বিষয়ক সম্পাদক আফজাল এইচ খান, বনও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শাহজাহান, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ৷