দৈনিকবার্তা-ঢাকা, ১৭ মে: বাংলাদেশ থেকে মানবপাচার রোধে সব ধরনের সহযোগিতা দিতে রাজি আছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এ জন্য বাংলাদেশকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট সচিবালয়ে রোববার দুপুরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান। বার্নিকাট বলেন, মানবপাচার রোধে বাংলাদেশ সহযোগিতা চাইলে যুক্তরাষ্ট্র তা করবে।
মানবপাচার একটি বড় ট্র্যাজেডি উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আশা করি, এটা রোধে বাংলাদেশ সরকার দ্রুতই পদক্ষেপ নেবে। রাষ্ট্রদূত বলেন, মানবপাচার একটা বড় ট্র্যাজেডি। আশা করি সরকার দ্রুতই পদক্ষেপ নেবে। আর বাংলাদেশ সরকার এ বিষয়ে সহযোগিতা চাইলে যুক্তরাষ্ট্র সরকার সবধরণের সহযোগিতা দেবে।বার্নিকাট বলেন, রানা প্লাজা দুর্ঘটনায় শ্রম অধিকার, ট্রেড ইউনিয়ন, কলকারখানায় কর্মপরিবেশ ইত্যাদি বিষয় নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।এদিকে, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের জানান, শ্রম অধিকার, ট্রেড ইউনিয়ন, বিল্ডিং সেফটি, ট্যারিফ- ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত এসব বিষয়ে আমাদের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন। এমন কি তিনি বিভিন্ন সময়ে শ্রমিকদের ট্রেনিংয়ে তাকে আমন্ত্রণ জানালে তিনি আসবেন বলেও আশ্বাস দিয়েছেন।
জিএসপি সুবিধার ব্যাপারে প্রতিমন্ত্রী বার্নিকাটের বরাত দিয়ে বলেন, তার ভাষায়-শ্রম অধিকার পুরণের ব্যাপারে এখনো এখনো কিছুটা ঘাটতি আছে আমাদের। সে জন্য জিএসপিতে সমস্যা হচ্ছে।বাংলাদেশের ট্যারিফ সুবিধার ব্যাপারে তিনি বলেন, কংগ্রেসকেতো জানানো হবে।চুন্নু জানান, বাংলাদেশে প্রতিবছর ভারত থেকে ২৫ লাখ নতুন শ্রমবাজারে শ্রমিক যোগ হয়। কিন্তু সবাইকে সরকার কাজ দিতে পারছে না। এই সুবিধায় অনেকেই মিথ্যে প্রলোভন দিয়ে বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছে এবং তারা বিপদে পড়ছে। এই শ্রমিক প্রাচররোধে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।