দৈনিকবার্তা-রাজশাহী, ১৭ মে: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কানাইডাঙ্গা এলাকার নিজ বাড়ী থেকে ১৪৩১ পিস ইয়াবা সহ ১ নারী ও ১ যাবক আটক। র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৫) এর সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ব্যাবসার সাথে জড়িত থাকায় গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার কানাইডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ঔ গ্রামের মামুনুর রশিদের স্ত্রী শাহ্ানাজ পারভীর পলি (৪২) ও একই উপজেলার বিয়ানাবুনা গ্রামের লাল মোহাম্মদের ছেলে আল-শাহ্রিয়ার বিদ্যুৎ (৩০) কে নিজ বাড়ী থেকে হাতে-নাতে আটক করেন । জানা যায়, শাহ্ানাজ পারভীর পলির বাড়ীতে ইয়াবাগুলো বিক্রি করার উদ্দেশ্যে তার মেয়ে জামায় আল-শাহ্রিয়ার বিদ্যুৎ আসলে র্যাব সদ্যরা তাদেরকে বরিবার সকাল ১০.৩০ মিনিটে আটক করেন।
তবে র্যাব-৫ আরো জানায় ঔবাড়ীর মালিক মামুনূর রশিদ র্যাবের উপস্থিতর টের তাকে আটক করতে পারেনি র্যাব। এদিকে তাদের পরিবাবা অভিযোগ করে বলেন, কেউ বা কাহারা তাদেরকে এসব মাল দিয়ে সন্দেহ ভাজনভাবে আটক করিয়েছে। এ বিষয়ে আটককৃতদেরকে জিজ্ঞাবাদের জন্য রাজশাহী (র্যাব-৫) কার্য়ালয়ে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল দুপুরে এই রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিলে বলে র্যাব-৫ জানায়।