raushan_81845

দৈনিকবার্তা-ঢাকা, ১৭ মে:  ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে বিতর্কিত নির্বাচনে কোনো কারচুপি হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। রোবাবর বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।রওশন বলেন, প্রার্থী সিলেকশনে ভুল ও সাংগঠনিক দুর্বলতার কারণেই জাতীয় পার্টি সমর্থিতরা ভোট পাননি।আলোচনা করে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।রওশন বলেন, বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াওসহ নানা অস্থিরতার কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগের কোনো সিদ্ধান্ত হয়নি। এখন সবাই এক সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নেতা সালাহ উদিনকে পাওয়া গেছে, এজন্য লাখ লাখ শুকরিয়া আদায় করছি। উনি দেশে ফিরলে সব তথ্য মিলবে, তাকে অপহরণ করা হয়েছিল নাকি তিনি স্বেচ্ছায় সেখানে (ভারতের মেঘালয়) গিয়েছেন?এ নিয়ে সংসদে আসছে বাজেট অধিবেশনে আলোচনা হবে বলেও জানান বিরোধী দলের নেতা রওশন এরশাদ।সংবাদমাধ্যমের কথা উল্লেখ করে তিনি বলেন,এরশাদ ও আমার মধ্যে বিরোধ চলছে- গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের খবর অসত্য। তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই।

সম্প্রতি তার (হুসেইন মুহম্মদ এরশাদ) চোখের অপারেশন হয়েছে, আমি তাকে হাসপাতালে দেখতেও গিয়েছি,’ যোগ করেন ময়মনসিংহ-৪ আসনের এই সাংসদ।সদ্য সমাপ্ত তিন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে রওশন এরশাদ বলেন,‘যেহেতু কোনো খুনা-খুনি হয়নি, তাহলে তো নির্বাচন সুষ্ঠুই হয়েছে।আর জাতীয় পার্টি সাংগঠনিক দুর্বলতার কারণেই নির্বাচনে হেরেছে বলে মনে করেন তিনি।রওশন বলেন, ২৫ বছর ক্ষমতার বাইরে থেকে এখনও যে জাতীয় পার্টি ঠিকে আছে, এটাই বড় সাফল্য। এজন্য জাতীয় পার্টি ধন্যবাদ পাওয়ারও যোগ্য। এখনও যে অস্থিত্ব আছে, এটাই তো বেশি।সভায় সাম্প্রতিক রাজনীতিসহ ১৩টি বিষয় নিয়ে কথা বলেন তিনি।এসময় অন্যদের মধ্যে বিরোধী দলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য শওকত চৌধুরী, আবু হোসেন বাবলা প্রমুখ উপস্থিত ছিলেন।