22997_1

দৈনিকবার্তা-ঢাকা, ১৬ মে: পুনরায় ফিফার সভাপতি নির্বাচিত হলে ৩২টি দেশ নিয়েই বিশ্বকাপ আয়োজনে নিজের আগ্রহের কথা প্রকাশ করেছেন বর্তমান সভাপতি সেপ ব্লাটার।সাথে সাথে তিনি একথাও বলেছেন আরো বেশী করে ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হলে প্রতিটি অঞ্চল থেকে কয়টি দেশ মূল আসরে খেলবে এই ধরনের আলোচনাও কমে আসবে। আর এর ফলে যে মহাদেশ বিশ্বকাপের আয়োজক হবে তাদেরকে পরবর্তী আয়োজন করতে হলে কমপক্ষে ১২ বছর অপেক্ষা করতে হবে।

আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য ফিফা সভাপতি নির্বাচনে ব্লাটার পঞ্চমবারের মত মোকাবেলা করছেন। ব্লাটার ছাড়াও এবারের নির্বাচনের অপর দুই প্রার্থী হলেন পর্তুগালের সাবেক ফরোয়ার্ড লুইস ফিগো এবং ডাচ এফএ সভাপতি মাইকেল ফন প্রাগ। অপর দুই প্রার্থীই বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ ও ৪০ করতে আগ্রহী।কিন্তু ফিফা সভাপতি জুরিখে ফিফার সদর দপ্তরে সাংবাদিকদের বলেছেন, বর্তমানে ৩২ দল নিয়ে যে পদ্ধতিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে এটাই সেরা পদ্ধতি। প্রথমত আমাদের বুঝতে হবে ৩২টি দল নিয়ে সচেয়ে ভালভাবে টুর্নামেন্ট আয়োজন করা যায়। কারন এখানে একটি বিষয় লক্ষ্যনীয় ২৮ থেকে ৩০ মধ্যে পুরো আসর শেষ করতে হয়। দ্বিতীয়ত আমরা যেভাবে পরবর্তী আসরের জন্য ফরম্যাট সাজিয়েছি তাতে ৩২টি দলই রয়েছে।

ফিফার কার্যনির্বাহী কমিটি বিশ্বকাপে দলগুলোর বন্টন নিয়ে সভাপতি নির্বাচনের পরদিনই আলোচনায় বসবে। সেখানে শুধুমাত্র আলোচনার নিরিখে সবাই কথা বলবে, চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়া হবে না বলেই ব্লাটার ইঙ্গিত দিয়েছেন।তবে আরো বেশী করে ইন্টার জোনাল প্লে অফ ম্যাচের প্রতি সমর্থন জানিয়ে ব্লাটার বলেছেন এটা ভাল একটি চিন্তা। এই ধরনের উদ্যোগ নিলে অনেক দেশই উপকৃত হবে। ফিফা সভাপতি আরো জানিয়েছেন তার ইচ্ছা বিশ্বকাপ আয়োজনে রোটেশন পদ্ধতির নতুন ভাবে প্রবর্তন করা। তবে এখানে যেকোন দুটি কনফেডারেশনকে অবশ্যই দুইবার অপেক্ষা করতে হবে। এভাবেই যদি চলতে থাকে তবে ২০১৮ সালে রাশিয়ায় বিশ্বকাপ অনুষ্ঠানের পরে ইউরোপে আবার তা আয়োজনে অবশ্যই ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।