দৈনিকবার্তা-কলাপাড়া, ১৬ মে: নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করা যায় না। খালেদা জিয়া পেট্রোল বোমা সন্ত্রাসীদের হাতে দিয়ে যে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে- সালাহউদ্দিন আহমেদ সেই রাজনীতির নাটকের একটি অংশ। শিমুল বিশ্বাস ও হাসিনা আহমেদের কথপোকথন থেকেই বেড়িয়ে এসেছে সালাহউদ্দিন গুম রহস্য। ভারতে অবৈধ অনুপ্রবেশের দ্বায়ে দায়ের করা মামলার আইনি প্রক্রিয়া শেষ হলে দেশে ফিরিয়ে এনে সালাউদ্দিনকে আইনের মুখোমুখি দাঁড় করানো হবে। শনিবার সকাল ১০টায় কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দর পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।’ তিনি আরও বলেন, ‘পায়রা সমুদ্র বন্দর হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বন্দর। বর্তমান সরকারের অগ্রাধিকার ভিত্তিক ৮টি প্রকল্পের মধ্যে পায়রা সমুদ্র বন্দর উল্লেখযোগ্য।’ তিনি জানান, ২০১৮ সালের মধ্যে চার লেন রাস্তা এবং গভীর সমুদ্রে বড় বড় বয়া দিয়ে লাইটারেজ জাহাজের মাধ্যমে পণ্য ওঠা-নামানোর কাজ শুরু করা হবে। ২০২৩ সালের মধ্যে পায়রা বন্দরের কার্যক্রম সম্পুর্ণভাবে চালু করার মাস্টার প্ল্যান নিয়ে আগানো হচ্ছে। প্রকল্প এলাকায় ছয় হাজার একর জমি অধিগ্রহন করে পোর্ট টার্মিনাল ও ইপিজেড নির্মাণ করে গার্মেন্টসসহ বিভিন্ন কল-কারখানা নির্মাণ করা হবে।
নৌপরিবহন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দলের পায়রা সমুদ্র বন্দর পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌপরিবহন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরউত্তম মেজর (অব:) রফিকুল ইসলাম, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য আলহাজ মাহবুবুর রহমান, তালুকদার আব্দুল খালেক এমপি, আনোয়ারুল আজিম খান এমপি, এ্যাড.মমতাজ বেগম এমপি, রনজিত দাস এমপি, নুরুল ইসলাম সুজন এমপি, বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এম মোজ্জাম্মেল হক, পায়রা সমুদ্র বন্দর ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন সাইদুজ্জামান, জেলা প্রশাসক অমিতাভ সরকার, কলাপাড়া পৌরসভার মেয়র এসএম রাকিবুল আহসান প্রমুখ। সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দল পায়রা সমুদ্র বন্দর এলাকা পরিদর্শনের অংশ হিসাবে এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরে মন্ত্রী প্রতিনিধি দল নিয়ে কোস্টগার্ডের এইচপিবিএন বলেশ্বর ও তেতুলিয়া জাহাজ যোগে বহির্নোঙ্গর রামনাবাদ চ্যানেল পরিদর্শন করেন। এসময় সরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।