DoinikBarta_দৈনিকবার্তাmohammad_mursi_22968

দৈনিকবার্তা-মিশর, ১৬ মে: মিশরের একটি আদালত শনিবার ২০১১ সালের গণঅভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানোর ঘটনায় ক্ষমতাচ্যুত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি এবং অপর শতাধিক আসামিকে মৃত্যুদন্ড দিয়েছে।বিচারক রায় পড়ে শোনালে এসময় লোহার খাঁচায় ঘেরা কাঠগড়ায় হাজির মুরসি মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে রায়ের প্রতিবাদ জানান। দন্ডপ্রাপ্তদের অনেকেরই বিচার হয়েছে তাদের অনুপস্থিতিতে। এদের মধ্যে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইউসুফ আল-কারাদাবি। তিনি কাতারে থাকেন।

মিশরের আইন অনুযায়ী মৃত্যুদন্ডের রায় মুফতির কাছে পাঠানো হয়। মুফতি হলেন ইসলামি আইনের সরকারি ব্যাখ্যাদাতা। তিনি পরামর্শকের ভূমিকা পালন করে থাকেন।আদালত ২ জুন চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। গত বৃহস্পতিবার শেষ হওয়া প্রথম দু’টি মামলার রায়ে গুপ্তরবৃত্তির দায়ে আদালত ১৬ আসামির মৃত্যুদন্ডের পরামর্শ দিলেও মুরসিকে রেহাই দেয়া হয়।গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্তদের বিরুদ্ধে ফিলিস্তিনের হামাস ও ইরানের সঙ্গে যোগসাজশে মিশরকে অস্থিতিশীল করার অভিযোগ আনা হয়। এই মামলায় পরবর্তী একটি তারিখে আদালত মুরসি ও অপর আঠার আসামির বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা করবে।