1417087594

দৈনিকবার্তা-কক্সবাজার, ১৬ মে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মানবপাচার ও জলদস্যুতা প্রতিরোধে শীঘ্রই সোনাদিয়ায় কোষ্টগার্ড ষ্টেশন স্থাপন করা হবে। বর্তমান সরকার উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা বিধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তাছাড়া গভীর বঙ্গোপসাগরে মৎস্য আহরণরত মাঝি-মাল্লাদের নিরাপত্তায় আইন শৃংখলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। বর্তমান সময়ের আলোচিত মানব ও ইয়াবা পাচার এবং জলদস্যুতা বন্ধে কোস্টগার্ডকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।

মন্ত্রী শনিবার সকালে কক্সবাজারের মহেশখালীতে ফায়ার সাার্ভিস ও সিভিল ডিফেন্স এর নব নির্মিত ভবন ও কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে এ কথা বলেন। পরে দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা পলিষদ আয়োজিত আইন শৃংখলা বিষয়ক সুধি সমাবেশে বক্তব্য রাখেন মন্ত্রী। এসময় তিনি বলেন,সাগরে জেলেদের নিরাপত্তা দিতে কোষ্টগার্ডকে আরো শক্তিশালী করা হচ্ছে। ২ টি সভাতে স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক,সাইমুম সরওয়ার কমল,জেলা পরিষদ প্রশাসক মোস্তাাক আহমেদ চৌধুরী,জেলা আওয়ামীলীগ সভাপতি একে আহমদ হোসেন,উপজেলা চেয়ারম্যান হোছাইন ইব্রাহিম,জেলা প্রশাসক আলী হোসেন,পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ সহ সংশ্লীষ্টরা বক্তব্য রাখেন। সভায় প্রশাসনের পদস্ত কর্মকর্তাসহ আওয়াসীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মন্ত্রী বলেন মানব পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে এবং পাচার বন্ধে সকল কে এগিয়ে আসার আহবান জানান।