padma

দৈনিকবার্তা-মাদারীপুর, ১৬ মে: এগিয়ে চলছে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ। এরই মধ্যে পদ্মার দু’পাড়ে পাইলিংয়ের কাজ চলছে পুরোদমে। তাই তো প্রশাসনের নির্দেশে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটসহ বেড়িবাধ এলাকা থেকে সরিয়ে ফেরা হচ্ছে প্রায় ৫ শতাধিক স্থাপনা। ২০ বছরের পুরানো ঘাটের দৃশ্যপট কয়েকদিনের মধ্যেই পাল্টে যাচ্ছে। সেতুর নির্মাণ স্বার্থে নদী শাসন বেড়িবাধ এলাকায় অনেকেই নিজ বাড়ীঘর সরিয়ে নিলেও ক্ষতিপূরণ না পেয়ে অনেক পরিবার। আর প্রশাসন বলছে, মানবিক বিবেচনা করে কিছু ক্ষতিপূরনের চেষ্টা করা হবে।সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বপ্নের পদ্মা সেতুর দ্রত বাস্তবায়নের জন্য মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরি ঘাট, কাঠালবাড়ীর চরচান্দা এলাকার প্রায় পাঁচ শতাধিক দোকান পাট ও বাড়ীঘর সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন মাদারীপুর জেলা প্রশাসন।

তাই সর্বস্ব হারানো মানুষগুলো এখন তাদের একমাত্র অবলম্বন প্রায় ২০ বছর আগের পুরাতন বাড়ীঘর নিজেরাই অন্যত্র সরিয়ে নিচ্ছে। প্রশাসনের আশ্বাস ছিল ক্ষতিপূরন না হোক অন্তত ঘরবাড়ি সরিয়ে নেয়ার জন্য খরচ বাবদ কিছু টাকা তারা পাবেন। কিন্ত প্রশাসনের কথা থাকলেও এ পর্যন্ত কোন সাহায্য কিংবা ক্ষতিপূরুন পাননি কিছু এলাকাবাসী। ফলে জীবন-জীবিকার পদ বন্ধ হয়ে যাচ্ছে। অনিশ্চিয়তাার মধ্যে চলে যাচ্ছেন তারা। বেকারত্বেও কারনে ছেলেমেয়ে লেখাপড়া ও সংসারের ভরণ-পোষণ নিয়ে অনিশ্চিত জীবনের দিন গুনছেন। তাদের দাবী, পদ্মা সেতু নির্মাণ হোক, তবে তাদের ক্ষতিপূরণ কেন পাবে না। কাঠালবাড়ীর চরচান্দা গ্রামের শাহাবুদ্দিন জমাদার জানান, বেড়িবাধ নির্মাণের জন্যে তাদের পুরানো ২০ বছরের বাড়ীঘর তালিকাভূক্ত করা হয়। অথচ এখন পর্যন্ত তারা কোন আর্থিক সহায়তা পায়নি। জমির ও গাছের গাম পেলেও অজ্ঞাত কারণে ৪টি ঘরের আর্থিক সহায়তা পায়নি। ফলে এখনো অন্যত্র বাড়ী সরাতে পারেনি। পিতা মারা যাওয়ায় মা ভাই বোনকে নিয়ে খুবই কষ্ট দিন কাটছে। সরকারের কাছে দাবী, আমাদের বাড়ীঘরের আর্থিক সহায়তা দেয়ার জন্যে।

তবে মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ বলছেন, এখন আর বাড়ীঘর ক্ষতিপূরণের আওতায় পড়ে না। তবে মানবিক বিবেচনা করে যাদের বাড়ী ঘরের টাকা পায়নি তাদের সহায়তা করা হবে। তবে তার পরিমাণ খুবই সামান্য।শুধু হতাশা আর ভবিষ্যতের কিছু করে জীবিকা নির্বরহের জন্যে সরকারে কাছে ক্ষতিপুরুনের দাবী জানিয়েছেন ভূক্তোভোগী পরিবার। কিন্তু এরাও চান দ্রুত স্বপ্নের পদ্মা সেতুর বাস্তবায়নের।