দৈনিকবার্তা-ঢাকা, ১৫ মে ২০১৫: রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বস্তির বাসিন্দা আবু বকর (৪৫) ও তার ছেলে কাওসার (২০) দগ্ধ হয়েছেন।শুক্রবার ভোর ৫টার দিকে সেখানে আগুনের সূত্রপাত ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস সূত্র আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে।ঢাকার মহাখালী এলাকায় সাততলা বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে ৩২টি ঘর; দগ্ধ হয়েছেন বাবা-ছেলেসহ বেশ কয়েকজন।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান, শুক্রবার ভোর ৫টার পরপর ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা।ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
শাহজাদী সুলতানা জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে বস্তির কোনো একটি ঘরে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।আগুনে ৩২টি ঘর পুড়ে গেছে। অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বস্তির বাসিন্দারা ধারণা করছেন। ভোরে যখন বস্তিতে আগুন লাগে, বেশিরভাগ বাসিন্দা তখন যার যার ঘরে ঘুমে। আগুন লাগার পর হৈ চৈ শুরু হলে আতঙ্কিত হয়ে তারা বেরিয়ে আসেন। সময় মতো বেরিয়ে আসতে না পারায় অন্তত পাঁচজন আহত ও দগ্ধ হন বলে স্থানীয় বাসিন্দারা জানান। এদের মধ্যে আবু আকবর (৪৫) ও তার ছেলে আবু কাওসারকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হোসেন জানান, বাবা-ছেলে দুজনেই গুরুতর দগ্ধ হয়েছেন।এছাড়া বস্তির এক বাসিন্দার একটি ছাগলও আগুনে পুড়ে মরেছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।