Thakurgaon Pic

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ১৪ মে ২০১৫: বাংলাদেশে ভূয়া মুক্তিযোদ্ধাদের ঠাই দেয়া হবেনা বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব এমএ হান্নান।তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের আর্টগ্যালারী এলাকায় অবস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শনের সময় এ কথা বলেন।জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথের সভাপতিত্বে এসময় এক আলোচনা সভায় বক্তব্য দেন, সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেরা প্রশাসক মনজুর আলম প্রধান, পৌর মেয়র এসএমএ মঈন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রচার সম্পাদক মন্টু দাস সহ ৫ উপজেলার কমান্ডার সহ মুক্তিযোদ্ধার।এমএ হান্নান আরো বলেন, বিগত বিএনপি-জামায়াত সরকারের আমলে জাতির শ্রেষ্ঠ সন্তানরা অবহেলিত হয়েছে। কিন্তু বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সেবায় সব সময় কাজ করে যাচ্ছে।তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। তাই এসব মুক্তিযোদ্ধাদের সম্মান সবার উপরে। কারণ মুক্তিযোদ্ধাদের জন্যই এদেশ স্বাধীন হয়েছে।তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার । বর্তমান সরকার শুধু মুক্তিযোদ্ধাদের জন্য বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে ১টি করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করেছে।ভূয়া মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকা ইতোমধ্যে শেষ করে কোর্টে রিট করা হয়েছে। কোর্টের অনুমতি পেলে এসব মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।