DoinikBarta_দৈনিকবার্তাKashimpur-jail

দৈনিকবার্তা-গাজীপুর, ১৪ মে ২০১৫: গাজীপুরের কাশিমপুর কারাগারের এক কয়েদি বৃহস্পতিবার দুপুরে মারা গেছে। তার নাম সোহেল (৩২)। সে ঢাকার নবাবগঞ্জ থানার এক মাদক মামলার ছয় মাসের বিনাশ্রম দন্ডপ্রাপ্ত আসামি।গাজীপুরের কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার-২এর ডেপুটি জেলার মো. আবুল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর পৌণে ১টার দিকে সোহেল বুকে ব্যাথা অনুভব করে। এমতাবস্থায় তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় দুপুর আড়াইটার দিকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নবাবগঞ্জ থানার আগলা খাঁর হাট এলাকার মুনসুর আলীর ছেলে সোহেলকে মাদকসহ আটকের পর ভ্রাম্যমান আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত সোহেলকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে সেখান থেকে এ বছরের ১৬ ফেব্রুয়ারি কাশিমপুরের এ কারাগারে স্থানান্তর করা হয়।শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।