DoinikBarta_দৈনিকবার্তা2015_04_08_05_33_56_7877_indexদৈনিকবার্তা-ঢাকা, ১৪ মে ২০১৫: রিয়াল মাদ্রিদকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিল ইতালিয়ান জায়ান্ট ইয়ুভেন্টাস। সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও ৩-২ এগ্রিগেটে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে তুরিনের ওল্ড লেডিরা।সান্তিয়াগো বার্ন্যাবুতে ম্যাচের শুরু থেকেই ইয়ুভেন্টাসের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। খেলার ২৫ মিনিটে ইয়ুভেন্টাস রক্ষনে হামেশ রদ্রিগেজকে ফাউল করে স্পটকিক উপহার দেন কিয়েলিনি। কিক নিতে এসে গোল করতে কোন ভুল করলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয়ার্ধের সমতায় ফেরে তুরিনের ওল্ড লেডিরা।রিয়াল ডি বক্সে পল প্রগবার হেড পাস থেকে গোল করেন আলভারো মোরাতা। ম্যাচে বাকি সময়ে গোলের চেষ্টায় মরিয়া হয়ে খেললেও কাঙ্খিত গোলের দেখা পায়নি রিয়াল। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র করলেও, ৩-২ এগ্রিগেটে ফাইনাল নিশ্চিত করে ইয়ুভেন্টাস।এদিকে, শিরোপার লড়াইয়ে ৬ জুন বার্সেলোনার মুখোমুখি হবে ইয়ুভেন্টাস।