দৈনিকবার্তা-নারায়ণগঞ্জ, ১৩ মে ২০১৫: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের তিনদিন পর মেঘনা নদী থেকে গোলজার হোসেন(৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলা পিরোজপুর ইউনিয়নের মেঘনা বালু ঘাট এলাকায় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত গুলজার হোসেন সোনারগাঁও পৌরসভার সাহাপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
নিহতের মা সাহেরা বেগমের অভিযোগ, তার ছেলে গোলজার হোসেনের সাথে একই এলাকার আরজানের ছেলে মোহাম্মদ আলীর সাথে ব্যবসায়িক লেনদেন নিয়ে দ্বন্ধ ছিল। পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে রোববার রাতে মোহাম্মদ আলী ও তার লোকজন বাড়ি থেকে গোলজারকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। পরে সকালে গোলজারের মোবাইল ফোনে ফোন দিলে মোহাম্মদ আলী ফোন ধরে জানায় গোলজার নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। আমার ছেলেকে তারা পিটিয়ে হাত পা বেঁধে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। আমি হত্যাকারীর বিচার দাবী করছি। সোনারগাঁও থানার ওসি মো: কামরুল ইসলাম জানান, নিখোঁজ গোলজারের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। টাকা পয়সা নিয়ে বিরোধ নৌ-চাঁদাবাজির ভাগবাটোয়ারা নিয়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।