দৈনিকবার্তা-ঢাকা, ১৩ মে: মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামিদের গ্রেফতারের বিষয়ে মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল বুধবার স্বপ্রণোদিত হয়েএ আদেশ দেয়।বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।মানবতাবিরোধী অপরাধ মামলাগুলোতে দন্ডপ্রাপ্ত পলাতক ও বিচারাধীন পলাতক আসামিদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে।
স্বরাষ্ট্র সচিব ও আইজিপিকে এ নির্দেশ দিয়ে বলা হয়েছে এসবি, ডিবি, র্যাব ও ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার একজন করে প্রতিনিধিকে এ সেলের কমিটিতে সদস্য রাখতে হবে। ডিআইজি পদমর্যাদার নিচে নন এমন কাউকে এর প্রধান করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে এ সেল গঠনের নির্দেশ দেয়া হয়েছে। কমিটি গঠনের পর থেকে প্রতি ৪০ দিন পর পর পলাতক আসামিদের গ্রেফতারের বিষয়ে সংশ্লিষ্টদের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ সেল আসামিদের গ্রেফতার করতে পারবেন বলেও আদেশে বলা হয়।