1431522109

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ মে: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশেই আত্মগোপনে ছিলেন।তিনি বলেন, সালাহউদ্দিনকে আত্মগোপনে রেখে বিএনপি নেত্রী পেট্রোলবোমার রাজনীতিকে আরও বড় করতে চেয়েছিলেন। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমও খালেদা জিয়ার নির্দেশে আত্মগোপনে রয়েছেন।সুরঞ্জিত সেন গুপ্ত বুধবার বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমী এ আলোচনা সভার আয়োজন করে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক নারায়ণ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু প্রমুখ।

সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, আত্মগোপন আর গুম এক না। আত্মগোপন দলের নির্দেশে হতে পারে, দলীয় নেতার নির্দেশে হতে পারে। রাজনৈতিক কারণেও হতে পারে। এটি স্পষ্ট হয়ে গেছে যে, রাজনৈতিক সঙ্কট ঘণীভূত করার জন্য দলীয় প্রধানের নির্দেশে আত্মগোপন করানো হয়েছে। আত্মগোপন করে সরকারকে গুমের অপরাধে অপরাধী করার অপচেষ্টা অত্যন্ত শঠতাপূর্ণ রাজনীতি। এটি আক্রোশ ও বিদ্বেষমূলক।

তিনি বলেন, তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন, সালাহ উদ্দিন আহমদ র‌্যাবের কাছে আছে। এমনভাবে বললেন যে, তিনি দেখেছেন। এই ধরণের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে আমরা পরিচিত নই। এটা অপরাজনীতি। এই অপরাজনীতির সঙ্গে বেগম খালেদা জিয়া ও তার দল জড়িত।

তিনি আরো বলেন, সালাহউদ্দিন আহমদ কোথায় ছিলেন। দুই মাস পর তার মনে নাই। কিন্তু তার স্ত্রীর টেলিফোন নম্বর মনে আছে। আমাকে যে পাওয়া গেছে-এই কথাটি গণমাধ্যমেকে জানাতে হবে এটা মনে আছে। সেখানকার গণমাধ্যমে রাজনৈতিক কথা বলেছেন-সেটা মনে আছে। কিন্তু কোথায় ছিলেন সেটা মনে নেই।