huricane-2

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ মে: শিক্ষাবিদরা দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারি ওবেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও সমন্বয় সাধন এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত শিক্ষাবিদদের সঙ্গে জাতীয় পরামর্শ সভা শীর্ষক কর্মশালায় তারা দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবীকরণ কার্যক্রমে গবেষণা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ও অক্সফামের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষক অংশ নেন।

কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন দুর্যোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ।তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় রেখে উন্নয়ন প্রকল্প পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়ন করতে হবে। তিনি ত্রাণ কার্যক্রমে গতি আনার ক্ষেত্রে কাজ করার আহবান জানান ।অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন।তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবীকরণ কাজে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহন জরুরি। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি কাজের ক্ষেত্রে সমন্বয়ের ওপর তিনি গুরুত্ব দেন।

বিশেষ অতিথির বক্তৃতায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান বিনিময় করতে হবে। দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনায় গবেষণা কাজ বাড়ানোরও তাগিদ দেন তিনি।ইউএন ওসিএইচএ’র মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ কাজী শাহীদুর রহমান, অক্সফামের মুরশিদা আখতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে শুভেচছা বক্তৃতা করেন অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ¯েœহাল ভি. সুনেজ।