Shree-Mahendra-school

দৈনিকবার্তা-কাঠমান্ডু, ১৩ মে, ২০১৫ :  নেপালে শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় বিভিন্ন স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষা ব্যাহত হচ্ছে দেশের প্রায় ১০ লাখ শিশুর। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এসব শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত সংস্কার এবং সাময়িকভাবে শিক্ষা দেয়ার ব্যবস্থা করার আহবান জানিয়েছে। ইউনিসেফ জানায়, গত ২৫ এপ্রিলের শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২৪ হাজার স্কুল এবং একের পর এক আফটার শকে আরো অনেক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালে ইউনিসেফের প্রতিনিধি টমো হজুমি বলেন, ‘ভূমিকম্পের আগে স্কুলে যেতো এমন প্রায় ১০ লাখ শিশু বর্তমানে স্কুলে যাচ্ছে না।’
‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুদের দ্রুত সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে সাময়িকভাবে হলেও তাদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করা খুবই জরুরী হয়ে পড়েছে।’
নেপালে ভূমিকম্পের পর থেকেই দেশব্যাপী সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়। তবে আগামী ১৫ মে এসব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা রয়েছে। ওই ভূমিকম্পে প্রায় আট হাজার লোক প্রাণ হারায় এবং লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। ইউনিসেফ জানায়, নেপালে ভূমিকম্পে গোরখা, সিন্ধুপালচউক ও নুওয়াকত জেলা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়। এসব জেলার ৯০ শতাংশের বেশী শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে।
জাতিসংঘ সতর্ক করে বলেছে, নেপালে শিক্ষা ক্ষেত্রে বিগত ২৫ বছরের অগ্রগতির ধারা এ দুর্যোগের ফলে পিছিয়ে পড়তে পারে।