দৈনিকবার্তা-চট্টগ্রাম, ১৩ মে, ২০১৫ : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কর্ণফুলি নদীতে বহু প্রতীক্ষিত টানেলের নির্মাণ কাজ আগামি ডিসেম্বর মাসে উদ্বোধন করা হবে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী প্রস্তাবিত টানেলের স্থান শিগগিরই পরিদর্শন এবং নির্মাণ কাজের উদ্বোধনের তারিখ ঘোষণা করবেন। ৩ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণে ব্যয় হবে প্রায় ১ শ’ কোটি মার্কিন ডলার।
ওবায়দুল কাদের বলেন, সরকার চট্টগ্রামের মিরশরাই থেকে চক্সবাজার পর্যন্ত আরেকটি মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ করবে এবং করেরহাট-রামগড়- খাগড়াছড়ি সড়ক ৪ লেনে রূপান্তর করবে। তিনি বলেন, শাহ আমানত ব্রিজের উত্তর পাশে ৫ কিলোমিটার সড়ক এবং দক্ষিণ পাশে ৩ কিলোমিটার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে। এতে ব্যয় হবে ২২০ কোটি টাকা। মন্ত্রী নবনির্বাচিত সিটি মেয়র আ জ ম নাসিরউদ্দিনের এক সংবর্ধনা অনুষ্ঠানে মঙ্গলবার রাতে বক্তৃতাকালে এ কথা বলেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) নগরীর বিশ্ব বাণিজ্য কেন্দ্র অডিটোরিয়ামে চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রের সম্মানে এ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অতিথি হিসেবে বক্তৃতাকালে মন্ত্রী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাড়ককে চার লেনে উন্নীত করার জন্য সরকার শিগগিরই সম্ভাব্যতা জরিপ করবে। মন্ত্রী সিটি মেয়র আ জ ম নাসিরকে বন্দরনগরী চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত নগরী গড়ে তোলার পরামর্শ দেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন বলেন, তিনি নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতি পূরণে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করবেন। তিনি বলেন, বন্দরনগরীর বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রতি তিন মাস পর পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
সিসিসিআই সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা এম এ লতিফ এমপি, শামসুল হক ও দিদারুল আলম, চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম, সিসিসিআই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নূরুন নেওয়াজ সেলিম এবং ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জামাল আহমেদ উপস্থিত ছিলেন।