দৈনিকবার্তা-আগৈলঝাড়া (বরিশাল) ১৩ মে: বরিশালের আগৈলঝাড়ায় পাগলা কুকুরের কামরে ১০জন আহত হয়েছে৷ সবাইকে হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে৷
জানা গেছে, গতকাল বুধবার সকালে হঠাত্ করে উপজেলার বড় বাশাইল গ্রামের মোলস্না বাড়িতে স্কুল ছাত্রী চামেলী, হাফিজা, মরিয়ম বেগম, বেবী বেগম, সুমা দাসসহ ১০জনকে পাগলা কুকুরে কামড়ে আহত করে৷ এরপর ওই কুকুরটি ৩টি ছাগলকে কামড়ে দেয়৷ আহতরা উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নিয়েছে বলে জানা গেছে৷ এসব ঘটনার পরপরই এলাকাবাসী ধাওয়া করে পাগলা কুকুরটিকে মেরে ফেলেছে৷