e-News-obama

দৈনিকবার্তা-ওয়াশিংটন, ১২ মে: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমালিয়ায় নিয়োগের জন্যে যে দূতকে মনোনয়ন দেয়া হয়েছিল সোমবার তা প্রত্যাহার করে নিয়েছেন। গত ২৪ বছরে এ প্রথম সোমালিয়ার জন্য আমেরিকার কোন দূতকে মনোনয়ন দেয়া হয়েছিল। হোয়াইট হাউস একথা জানায়।আফ্রিকান বিষয়ে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন ক্যাথরিন ধানানি সোমালিয়ায় মনোনয়ন পাওয়া প্রথম রাষ্ট্রদূত। ১৯৯১ সালের পর এ প্রথম সোমালিয়ার জন্য আমেরিকার কোন দূতকে মনোনিত করা হয়েছিল। কিন্তু তিনি আর থাকছেন না। এমন খবরই নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন ।

একজন প্রশাসনিক কর্মকর্তা দৈনিকবার্তা’কে বলেন, ‘ব্যক্তিগত বিভিন্ন কারণে তার মনোনয়ন প্রত্যাহার করে নেয়া হচ্ছে।’ধানানির মনোনয়ন নিশ্চিত করার জন্য গত মার্চ মাসে সিনেটে তা উত্থাপিত হয়েছিল।তিনি বলেন, কয়েক দশকের সংঘাত ও দুর্ভিক্ষের কারণে সোমালিয়া আজ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।সোমালিয়ায় বর্তমানে সহিংসতা প্রধান সমস্যা হলেও এ মাসের গোড়ার দিকে জন কেরি আকস্মিকভাবে দেশটি সফর করেন।