DoinikBarta_দৈনিকবার্তা 1429619769

দৈনিকবার্তা-ঢাকা, ১২ মে: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, রোগীদের সেবার মান নিশ্চিত করতে নার্সসহ সংশ্লিষ্ট সকলকেই আরও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।তিনি বলেন বিএসএমএমইউতে রোগী ও তাঁদের অভিভাবকবৃন্দ চিকিৎসাসেবা নিয়ে যাতে দুশ্চিন্তায় না থাকেন তা নিশ্চিত করার উদ্যোগও নিতে হবে।মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নীচতলায় শহীদ ডা. মিলন হলে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভার আগে সকাল সাড়ে ৮টায় বিএসএমএমইউ এর বি ব্লকের নীচে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর‌্যালে পুষ্পস্তক অর্পণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বটতলা হতে উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।এবারে নার্স দিবসের প্রতিপাদ্য হলো ‘স্বল্পমূল্যে সর্বোত্তম সেবা’ (নার্সেস: এ ফোর্স ফর চেঞ্চ; কেয়ার ইফেক্টিভ, কষ্ট ইফেক্টিভ)।আলোচনা সভায় ‘আধুনিক নার্সিং-এর জননী ও অগ্রদূত ফ্লোরেন্স নাইটিংগেল শুধু নার্সদের কাছে নয়; তিনি ছিলেন মানবজাতির আদর্শ’ এমন মন্তব্য করে উপাচার্য কামরুল হাসান খান বলেন, নিদ্রাহীন সেবা দিয়ে সারাজীবন অসু¯’ মানুষদের সুস্থকরে তুলতেন তিনি। তার জীবনাদর্শ অনুসরণ করে সকল বাঁধা ও কষ্টকে জয় করে সেবিকাদের সেবার মনোভাব নিয়ে হাসিমুখে নিজের হাতে ওষুধ খাইয়ে রোগীদেরকে সুস্থ করে তুলতে হবে। চিকিৎসা নিতে আসা রোগীদের সš‘ষ্টি নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন তিনি।

রোগীকে সুস্থ করে তুলতে নার্সদের ভূমিকা চিকিৎসকদের তুলনায় কোনো অংশেই কম নয়’ উল্লেখ করে তিনি বলেন,সেবক-সেবিকাদের আর্তপীড়িতের সেবায় আরো বেশি সচেতন ও যতœবান হতে হবে।তিনি নার্সিং সেবার গুণগত মানবৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহণ, উচ্চতর ডিগ্রি অর্জণের ব্যবস্থাসহ যথাযথ পদক্ষেপ নেয়ার কথাও উল্লেখ করেন।আর্ত-মানবতার সেবায় নিজের মানবিক গুণের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে কাজ করার জন্য নার্সদের প্রতি আহ্বান জানিয়ে বিএসএমএমইউ’র প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক মোঃ শহীদুল্লাহ সিকদার বলেন, চিকিৎসা পেশার সিংহভাগ দায়িত্বই পালন করেন সেবক-সেবিকারা।এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও সেবক-সেবিকাদের সেবার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে নার্সদের জন্য যথাযথ প্রশিক্ষণ ও পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ করেন তিনি।

নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. শাহানা আখতার রহমান বলেন, শুধু দিবস হিসেবে আন্তর্জাতিক নার্সিং দিবস উদযাপন করলেই চলবে না। আর্ত-পীড়িতের সেবায় ফ্লোরেন্স নাইটিংগেলের জীবন থেকে শিক্ষা নিয়ে আন্তরিকতা ও সহানুভূতির সঙ্গে সেবা দিয়ে রোগীকে আরোগ্যলাভে সহায়তা করতে হবে।অনুষ্ঠানে বিএসএমএমইউ’র ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাধায়ক সান্তনা রানী দাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ এর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খান, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. শাহানা আখতার রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ আসাদুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেঃ জেনারেল (অব.) মোঃ আব্দুল মজিদ ভূঁইয়া।