Gold-budget1

দৈনিকবার্তা-চট্টগ্রাম, ১২মে: চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে প্রায় ৩৮ কেজি ওজনের ৩২৫টি স্বণের্র বারসহ একজনকে আটক করেছে কাস্টমস৷মঙ্গলবার সকাল ৭টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের উড়োজাহাজ বিজি ০৪৮-এ তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়৷সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে স্বর্ণ আসার খবর পেয়ে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ বিজি ০৪৮-এ তল্লাশি চালান কাস্টমস কর্মকর্তারা৷এ সময় উড়োজাহাজটির টয়লেটের কমোডের পেছনে পরিত্যক্ত অবস্থায় গুঁড়োদুধ ও চিপসের কৌটার মধ্যে থাকা ২৮৮টি স্বর্ণের বার পাওয়া যায়৷ বারগুলোর ওজন ৩৩ কেজি ৫১০ গ্রাম৷ পরে মোহাম্মদ হোসেন নামে এক যাত্রীর কাছ থেকে ৩৭টি স্বর্ণের উদ্ধার করা হয়৷ বারগুলোর ওজন চার কেজি ৩১০ গ্রাম৷

শাহ আমানত বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার পারভেজ আল জামান স্বর্ণ আটকের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন৷তিনি বলেন, এ ঘটনায় যাত্রী মোহাম্মদ হোসেনকে আটক করা হয়েছে৷ উড়োজাহারে টয়লেটে পাওয়া স্বর্ণের বারের সঙ্গে তার যোগসূত্র আছে কি না খতিয়ে দেখা হচ্ছে৷ মোহাম্মদ হোসেনের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়৷তিনি আরো জানান, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা৷