দৈনিকবার্তা-ঢাকা ১২ মে: ২০১২ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কাতর্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন শাহরুখ খান। সেই ঘটনার জের ধরে মুম্বাইয়ের মাঠে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয় কিং খানকে। গত বছর সেই নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেয়া হলেও এখনও চলছে নিষেধাজ্ঞা। ফলে আগামী ১৪ মে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি মাঠে বসে দেখতে পারবেন না তিনি।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) এক কর্মকর্তা বলেন, ‘না, যেহেতু এখনও নিষেধাজ্ঞা চলছে, তাই তাকে মাঠে ঢুকতে দেয়া হবে না।’গত বছরের ২ জুনের আইপিএল ফাইনালকে সামনে রেখে শাহরুখের নিষেধাজ্ঞা তুলে নেয় এমসিএ। তবে সেবার ফাইনাল ম্যাচটি বেঙ্গালুরুতে সরিয়ে নেয়ায় সেসবের প্রয়োজন পড়েনি। আর কিং খানও নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য এমসিএ’র সঙ্গে দেন-দরবার করেননি।