দৈনিকবার্তা-ঢাকা, ১২ মে: আগামী পহেলা জুন (সোমবার) বাজেট অধিবেশন শুরু হবে। বর্তমান সরকারের দ্বিতীয় এ বাজেট অধিবেশন এদিন বিকেল সাড়ে ৫ টায় শুরু হবে। সোমবার বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দশম জাতীয় সংসদের ৬ষ্ঠ এবং দ্বিতীয় এ বাজেট অধিবেশন আহ্বান করেন।রাষ্ট্রপতি আব্দুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহবান জানান।অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী ৪ জুন নতুন অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। ১ জুন বিকাল সাড়ে ৫টায় অধিবেশন বসবে।
নিয়ম অনুযায়ী, অধিবেশনের আগে স্পিকারের সভাপতিত্বে বৈঠকে বসবে কার্যউপদেষ্টা কমিটি। ওই বৈঠকেই অধিবেশনের মেয়াদ ও কার্যাবলি নির্ধারণ করা হবে।গত ২ এপ্রিল শেষ হয় সংসদের পঞ্চম অধিবেশন। ওই অধিবেশনে নিয়ম অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।