Noul heads for Japan

দৈনিকবার্তা-টোকিও, ১২ মে: শক্তিশালী টাইফুন ঝড় নৌল মঙ্গলবার জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ার ওপর দিয়ে মূল ভূখন্ডের দিকে এগিয়ে যাচ্ছে। ঝড়ের প্রভাবে প্রবল ঝড়ো বাতাস এবং বড়ো বড়ো ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। এর আগে ঝড়টি ফিলিপাইনে আঘাত হানলে দুব্যক্তি প্রাণ হারায়।জাপানের আবহাওয়া সংস্থা বলছে, চলতি মৌসুমের প্রথম টাইফুন নৌল জাপানে আঘাত হানতে যাচ্ছে। দিনের শেষে এটি উত্তরপশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হয়ে মূল ভূখন্ড হনশুতে আঘাত হানতে পারে।

আবহাওয়া দপ্তর আরো বলছে, ঝড়ের কারণে ঘন্টায় বাতাসের গতিবেগ থাকবে ১৮০ কিলোমিটার। এছাড়া এ কারণে উঁচু উঁচু ঢেউ, বজ্রপাত ও বন্যা দেখা দেয়ারও আশংকা রয়েছে। রাত নাগাদ এটি রাজধানী টোকিওর কাছাকাছি পৌঁছুবে বলে ধারণা করা হচ্ছে।এর আগে টাইফুন নৌল ফিলিপাইনের উত্তরপূর্বাঞ্চলে আঘাত হানে। এতে দুব্যক্তি মারা যায়। কর্তৃপক্ষ বলছে, উপকূলীয় এলাকা থেকে লোকজনকে আগে থেকে সরিয়ে না নিলে প্রাণক্ষয় আরো বেশি হতো।