দৈনিকবার্তা-নয়াদিল্লী, ১২ মে: কলকাতার শিয়ালদহ মেন শাখার ব্যারাকপুর ও টিটাগড় স্টেশনের মাঝামাঝি স্থানে মঙ্গলবার ভোররাতে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনে স্বল্প মাত্রার বিস্ফোরণে কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর।বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে প্রথমে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কয়েক জনকে ছেড়ে দেয়া হয়। পরে রেলের উদ্ধারকারী ট্রেনে করে গুরুতর আহতদের বি আর সিংহ হাসপাতালে স্থানান্তর করা হয়।বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান রেলের উচ্চপদস্থ কর্তারা। বিস্ফোরণের ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হয়।
রেল পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৩ টা ৩৫ মিনিটে আপ কৃষ্ণনগর লোকাল ট্রেন শিয়ালদহ স্টেশন ছাড়ে। তবে সিগন্যালে ত্রুটির কারণে দমদম স্টেশনে কিছুক্ষণ দাঁড়ানোর পর ট্রেনটি ফের যাত্রা করে। টিটাগড় স্টেশন থেকে ট্রেনের একটি বগিতে চার জন ওঠে। এর পরপরই তাদের সঙ্গে বচসা শুরু হয় আগে থেকে বসে থাকা দু’জনের সঙ্গে। ওই দু’জনের কাছে একটি ব্যাগ ছিল। এরই মধ্যেই ছিল কয়েকটি বোমা। একপর্যায়ে ওই ব্যাগ নিয়ে টানাহেঁচড়া শুরু হলে একটি বোমার বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণে আহত হয় রাজা দাস (৩০) নামে এক ব্যক্তি। রেল পুলিশ জানিয়েছে, সে এক কুখ্যাত সন্ত্রাসী। তার মাথার খুলির পিছন দিক আর একটা হাত বিস্ফোরণে উড়ে গেছে। গুরুতর আহত হন উত্তম চক্রবর্তী নামে রানাঘাটের এক যাত্রী। আহত হন ওই বগির অন্য যাত্রীরাও। এ ঘটনার আতঙ্কিত হয়ে যাত্রীরা ট্রেনের ওই কামরা থেকে লাফ দিতে থাকেন। এতে আরো অনেকে আহত হয়।শিয়ালদহের রেল পুলিশ সুপার দেবাশিস বেজ বলেন, ‘প্রাথমিক তদন্তে এটি সন্ত্রাসীদের অভ্যন্তরীণ বিরোধ বলে মনে করা হচ্ছে। তবে তদন্ত চলছে।’