দৈনিকবার্তা-নড়াইল, ১২ মে: লোহাগড়া পুলিশ নড়াইলে গৃহবধূ ববিতা নির্যাতনের অন্যতম আসামী ববিতার শ্বশুর ও ভাশুরসহ আরও ৩ জনকে গ্রেফতার করেছে ।গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে মঙ্গলবার গভীররাতে তাদেরকে গ্রেফতার করা হয়।আটককৃতরা হচ্ছে- মামলার আসামী ববিতার শ্বশুর, মোঃ সালাম শেখ (৫৬) ববিতার বড় ভাশুর মোঃ হাসান শেখ (৪২) ও প্রতিবেশী নান্নু শেখ।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুৎফর রহমানের নেতৃত্বে¡ একদল পুলিশ তাদের আটক করে।নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ববিতা নির্যাতন মামলায় স্বামী সেনা সদস্য শফিকুলসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এর আগে ১০মে হাইকোর্ট ৪৮ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতারের নির্দেশ দেয়।ঘটনায় জড়িত অভিযোগে এ মামলার মোট ৬জন আসামীকে গ্রেপ্তার করা হলো।উল্লেখ্য, উপজেলার শালবরাত গ্রামের ছালাম শেখের ছেলে সেনাসদস্য শফিকুল শেখের (২৬) সাথে তার মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের জের ধরে ২০১৩ সালের ২১ নভেম্বর গোপনে তাদের বিয়ে হয়। ২৯ এপ্রিল রাত নয়টার দিকে শফিকুলের বাড়িতে ববিতা গেলে পরদিন ৩০ এপ্রিল সকালে এলাকার মাতব্বর আজিজুর রহমান আজুর নেতৃত্বে স্বামী শফিকুল ও তার মা, বাবা এবং আরো কয়েকজন মারধর করে গাছের সঙ্গে বেঁধে তাকে বেদম মারপিট করে।এ ঘটনায় ববিতার মা খাদিজা বেগম গত ৫মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ববিতার স্বামী সেনাসদস্য শফিকুল শেখসহ সাত জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।