দৈনিকবার্তা-ঢাকা, ১২ মে: আট দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের ধাক্কা সামলে ওঠার আগেই আবারও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো হিমালয়কন্যা নেপাল। এঘটনায় দেশটিতে অন্তত ৫১ জন নিহত ও সহস্রাধিক লোক আহত হয়েছে বলে জানা গেছে।মঙ্গলবার দুপুর ১টা ৭ মিনিটে অনুভূত এই ভূমিকম্পে একযোগে কেঁপে ওঠে নেপাল, বাংলাদেশ ও ভারত। এতে নেপালে বেশ কয়েকট ভবন ধসেরও ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নেপালের কোদারিতে ভূমিকম্পের কেন্দ্রস্থলে এর মাত্রা ছিলো রিখটার স্কেলে ৭ দশমিক ৪। ভূ-পৃষ্ঠ থেকে ১৮.০৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
মূল ভূমিকম্পের পরবর্তী ৪০ মিনিটে চারবার দফা পরাঘাত (আফটার শক) অনুভূত হয়। এর মধ্যে সর্বোচ্চটির মাত্রা ছিলো ৬.১।এ ঘটনায় ৫১ জন নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া আহত হয়েছে এক হাজার ৬ জন।নিহতদের মধ্যে চৌতারা এলাকায় ৪ জন, রাজধানী কাঠমান্ডুতে ৩ জন, সিন্ধুপলচোক এলাকায় ৩ জন, দোলাখা এলাকায় ৫ জন নিহত হয়েছে। এছাড়া সারলাহি ও ধানাউশা জেলায়ও একজন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।নিহত বাকি ১২ জন সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।