DoinikBarta_দৈনিকবার্তা unnamed-22

দৈনিকবার্তা-নীলফামারী, ১২ মে: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রবীন্দ্র সঙ্গীত সন্মিলন পরিষদ নীলফামারী। জেলা শিল্পকলা অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরে নানা গান পরিবেশন করেন।এই অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেত আলী। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আহসান রহিম মঞ্জিল, আরিফা সুলতানা লাভলী, শামীমা রহমান বক্তব্য রাখেন। অপরদিকে জেলার কিশোরীগঞ্জ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, কিশোরী উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার সিদ্দিকুর রহমান এবং থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। জেলার সৈয়দপুরে ঐতিহ্যবাহী শিল্প সাহিত্য সংসদ সৈয়দপুর প্লাজায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে রবীন্দ্র জন্মবার্ষিকীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।