download

দৈনিকবার্তা-ঢাকা ১২ মে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর অধীনে বাস্তবায়নের জন্য গত ২১ মে ২০১৪ তারিখে একনেক সভায় অনুমোদিত “বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমী নির্মাণ” প্রকল্পের আওতায় উনিশ হাজার তিনশত ছাপ্পান্ন লক্ষ উননব্বই হাজার ছয়শত টাকা ব্যায়ে বিভাগীয় শহরে ৩টি ভবন যথাক্রমে রংপুর, বরিশাল ও খুলনা এবং জেলা শহরে জামালপুর, মৌলভীবাজার, নারায়নগঞ্জ, মানিকগঞ্জ ও পাবনায় সম্পুর্ণ জিওবি অর্থায়নে ৫০০ (পাঁচশত) আসন বিশিষ্ট অডিটোরিয়াসহ ৫(পাঁচ) তলা ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। বর্তমান প্রকল্পের আওতায় তিন তলা পর্যন্ত সমাপ্ত হবে। জুন ২০১৭ মেয়াদে প্রকল্পটির চলমান কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

এছাড়াও জুলাই ২০১৩ থেকে জুলাই ২০১৬ মেয়াদে ২৩৭৩.৯১ লক্ষ টাকা ব্যয়ে হালুয়াঘাট, নওগাঁ ও দিনাজপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমী স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রকল্পের আওতায় ৩টি ইউনিটে ৩০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম/মাল্টিপারপাস হল ও ৩তলা বিশিষ্ট প্রশিক্ষণ ভবন নির্মাণ করা হবে।
সকল ভবনগুলোতে থাকবে অডিটোরিয়ামের পাশাপাশি প্রশাসনিক অফিস কক্ষ, মহড়া কক্ষ, ডরমেটরী ব্যবস্থা, মিউজিয়াম/ডিসপ্লে কক্ষ।