দৈনিকবার্তা-ঢাকা, ১২ মে: নতুন আঙ্গিকে ফ্রেঞ্চাইজি ভিত্তিক বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজনে উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার মিরপুরের শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।ভারতে দারুণ জনপ্রিয় পাওয়া আইপিএলের আদলে বাংলাদেশে এর আগে দুই দফা এই টুর্ণামেন্টটি আয়োজিত হয়েছে। এখানেও দর্শক প্রিয়তা পেয়েছিল সংক্ষিপ্ত ভার্ষনের মারদাঙ্গা এই টুর্ণামেন্টটি। কিন্তু ২০১৩ সালে সর্বশেষ আসরটি বিতর্কিত হয়ে ওঠে ম্যাচ ফিক্সিংয়ের কালো থাবায়। সেই সঙ্গে যুক্ত হয় খেলোয়াড়দের দেনা পাওনা পরিশোধে ফেঞ্চাইজিগুলোর অনীহা। এ ব্যাপারে বিসিবি বার বার উদ্যোগ নিয়ে দলগুলোকে খেলোয়াড়দের অর্থ পরিশোধের অনুরোধ জানালেও তাতে সাড়া দেয়নি টুর্ণামেন্টে অংশ নেয়া ৭ ফ্রেঞ্চাইজির একটিও। তাই এবার নতুন ফ্রেঞ্চাইজি নিয়েই টুর্ণামেন্ট আয়োজনে পরিকল্পনা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
কাউন্সিলের মতে, সাত ফ্রোঞ্চাইজিই বাতিল হয়ে গেছে। আর্থিক অঙ্গীকার, প্রতিশ্র“তি সবাই ভঙ্গ করেছে তারা। যে কারণে আগামী ডিসেম্বরে নতুন করেই বিপিএলের তৃতীয় আসর আয়োজন করতে চায় বিসিবি। এজন্য নতুন ফ্রেঞ্চাইজি আহ্বান করা হতে পারে। অবশ্য পুরনো দলগুলোরও অংশ নেয়ার সুযোগ থাকছে। সেক্ষেত্রে তাদেরকে আগের বকেয়া পরিশোধ করে বিসিবিতে আবেদন করতে হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বিসিবির কার্যনির্বাহী পরিষদ।সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব আই এইচ মল্লিক বলেন, ‘কোন ফ্রেঞ্চাইজিই তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাই আইনত তাদের আর টুর্ণামেন্টে অংশগ্রহণে তিনি বলেন, ‘আমরা আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট থেকে তাদের চিঠি দিয়েছি, লিগ্যাল নোটিশ দিয়েছি। এতে কাজ না হওয়ায় ফ্রেঞ্চাইজি বাতিলের চিঠিও দেওয়া হয়ে গেছে। আপিলের জন্য চিঠি দেওয়া হয়েছে। তারা আসেও না, জবাবও দেয় না। তাই প্রয়োজন হলে তাদের ছাড়াই টুর্ণামেন্ট করতে হবে।
আগের দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্লাডিয়েটরসের বিরুদ্ধে সরাসরি ওঠেছে ফিক্সিংয়ের অভিযোগ। এ জন্য ফ্রেঞ্চাইজিটির বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এমন অবস্থায় আগামী টুর্ণামেন্টে তারা অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবি কর্মকর্তা মল্লিক বলেন, আইনত তারা থাকতে পারছে না। কারণ তাদের বিরুদ্ধে একটা রায় এসেছে।তবে অন্য দলগুলোর টিকে থাকার উপায় আছে। সেজন্য তাদেরকে পুর্বের বকেয়া অর্থ পরিশোধ করতে হবে। এই মুহূর্তে আর্থিকভাবে সবাই ব্যর্থ। চুক্তি বাতিলের চিঠি দেওয়া হয়েছে। তারপরও তারা খেলতে পারবে কিনা বোর্ড সিদ্ধান্ত নিবে। একেকবার দল গড়তে তাদেরও অনেক খরচ হয়েছে। তারাও এর অংশ। আমরা তাদের বাদ দিতে চাই না। তবে কেউ আসলে টাকা পরিশোধ করেই আসতে হবে। অন্যথায় আমরা নতুন দল নিয়েই টুর্ণামেন্টের আয়োজন করব।
২০১২ সালে বিপিএলের প্রথম আসরটির আয়োজন হয়েছিল ছয়টি ফ্রেঞ্চাইজি নিয়ে। ফ্রেঞ্চাইজিগুলো হচ্ছেÑ ঢাকা গ্ল্যাডিয়েটরস, চিটাগং কিংস, খুলনা রয়েলস, বরিশাল বার্নার্স, সিলেট রয়্যালস ও দূরন্ত রাজশাহী। ২০১৩ সালে টুর্ণামেন্টের সপ্তম ফ্রেঞ্চাইজি হিসেবে যোগ দেয় রংপুর রাইডার্স।