DoinikBarta_দৈনিকবার্তা ataur_ma_526978092

দৈনিকবার্তা-ঢাকা, ১২ মে: দশ টাকার ব্যাংক হিসাবধারী ১০ হাজার নারীকে প্রশিক্ষণ দেবে মাস্টার কার্ড, এনআরবি গ্লোবাল ব্যাংক ও ব্যুরো বাংলাদেশ এনজিও।মঙ্গলবার দুপরে রাজধানীর একটি হোটেলে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।তিনি বলেন, সরকারের বিভিন্ন খাতে ভর্তুকির টাকার শতভাগ ভুক্তভোগীদের কাছে পৌঁছানোর লক্ষ্যে খোলা হয়েছিল দশ টাকার ব্যাংক হিসাব। এখন সেই হিসাবগুলো জীবিত রাখতেই কাজ করছে মাস্টার কার্ড, এনআরবি গ্লোবাল ব্যাংক ও ব্যুরো বাংলাদেশ এনজিও।

ড. আতিউর আরও বলেন, আজকের এই অনুষ্ঠান আমার কাছে স্বপ্নপূরণের মতো মনে হচ্ছে। কারণ প্রান্তিক বর্গাচাষীদের নানা রকম সুযোগ-সুবিধা প্রদান করতে দুটি আর্থিক প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। এটা অবশ্যই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।মাস্টার কার্ডের এই কার্যক্রমে সহায়তা করছে এনআরবি গ্লোবাল ব্যাংক ও বুরো বাংলাদেশ এনজিও। আর্থিক সক্ষমতা কর্মসূচির আওতায় নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।মাস্টার কার্ডের সাউথ এশিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর ভিকার্স ভার্মা, কান্ট্রি ডিরেক্টর সৈয়দ মোহাম্মদ কামাল, এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কুদ্দুস, ব্যুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসেন উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উদ্যোগে এর আগেও ১০ টাকার ব্যাংক হিসাবধারী দশ হাজার নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়।