দৈনিকবার্তা-ঝিনাইদহ ১২ মে: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভোমরা ডাঙ্গা গ্রামের মাদ্রাসা ছাত্র কিশোর মিরাজ আলী (১১) কে অপহরণের পর হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হলো-বাগেরহাট জেলার মড়েলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের কাশেম শেখের ছেলে আতাহার হোসেন (৪৫) ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের আনারুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (৩০)। রোববার (১০ মে) সকালে তাদের আটক করা হয়। কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এস আই) আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার টেকেরহাট এলাকা থেকে আতাহারকে ও কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা থেকে হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তার দীর্ঘ দিন পলাতক ছিল। উল্লেখ্য, ভোমরা ডাঙ্গা গ্রামের মহর আলীর ছেলে মিরাজ ১৪ মার্চ শনিবার রাতে ভোমরাডাঙ্গা গ্রামের মাদ্রাসা মাঠের ওয়াজ মাহফিল শুনতে যায়। পরে সে আর বাড়ি ফেরেনা। পরদিন সকালে তাকে অপহরণ করা হয়েছে দাবি করে মোবাইল ফোনে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরবর্তীতে মিরাজের পরিবার টাকা দিতে না পারায় ১৬ মার্চ সোমবার অপহরণকারীরা তাকে গলা কেটে হত্যা করে গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে তার লাশ ফেলে রেখে যায়। এ ঘটনার কোটচাঁদপুর থানায় মামলা করে নিহতের পরিবার। যার নং-৯, তারিখ-১৬/০৩/২০১৫ ইং।