DoinikBarta_দৈনিকবার্তা full_676042998_1431426194

দৈনিকবার্তা-গাজীপুর, ১২ মে: দেশের কারাগারগুলোতে মাদকাসক্ত বন্দিদের জন্য প্রয়োজনীয় চিকিৎসার অভাব রয়েছে। অনেক সময় কারাগারে তাদের নেশার উদ্রেক হলে অস্বাভাবিক আচরণ শুরু করে। এসময় ঘুমের ওষুধ ও মাথায় পানি ঢেলেই নিবৃত করার চেষ্টা চালানো হয়। এদের দীর্ঘ মেয়াদী ও প্রকৃত চিকিৎসার জন্য কারাগারগুলোতে ‘রিহ্যাব সেন্টার’ চালুর প্রয়োজনের পরামর্শ দিয়েছেন অভিজ্ঞজনেরা।মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আহছানিয়া মিশনের অনুষ্ঠিত এক কর্মশালায় বক্তারা ওইসব কথা বলেন। বন্দিদের জন্য দক্ষতা উন্নয়ন ও মাদকাসক্তির চিকিৎসা বিষয়ক আহছানিয়া মিশন আয়োজিত ওই কর্মশালায় গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, গাজীপুরের কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার-২এর সিনিয়র সহকারি সুপার প্রশান্ত কুমার বণিক, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদত হোসেন, আহসানিয়া মিশনের গাজীপুর জেলা প্রকল্প কর্মকর্তা মো. মশিউর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

গাজীপুরের কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার-২এর সিনিয়র সহকারি সুপার প্রশান্ত কুমার বণিক কর্মশালায় বলেন, মোবাইল কোর্টসহ বিভিন্ন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার তথা সাজাপ্রাপ্ত কারাবন্দিদের জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা কারাগারগুলোতে নেই। তাই তিনি কারাগারগুলোতে নেশাগ্রস্থ বন্দিদের জন্য রিহ্যাব সেন্টার খোলার দাবি করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তিনি আরো জানান, মাদক মামলায় সংক্ষিপ্ত সাজাপ্রাপ্ত বন্দিরা কারাগারগুলো সংশোধন হওয়ার আগেই জামিনে বেরিয়ে যায়। তাই পরবর্তীতে তাদের সংশোধনের জন্য মুক্তিপ্রাপ্তদের কারামুক্তির পরও সংশোধনীর প্রকল্পের আওতায় নেয়ার পরামর্শ দেন তিনি।