Gournadi..12-05-15দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল) ১২ মে: সরকারী কর্মকর্তা – কর্মচারীদের অনুপস্তির কারণে স্থবির হয়ে পড়েছে গৌরনদী উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের কার্যক্রম৷ অভিযোগ রয়েছে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অধিকাংশ কর্মকর্তা – কর্মচারী নিয়মিতভাবে অফিসে আসেননা৷ যারা আসেন তারাও বিলম্বে আসেন এবং অফিস ছুটির আগেই চলে যান৷ ফলে বিপাকে পরেন এলাকাবাসী৷ এ অবস্থা দীর্ঘদিনের হলেও সমাধানের উদ্যোগ নিচ্ছেনা কেউ৷

গত (সোমবার) বেলা ১১টার দিকে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে দেখাগেছে, নির্বাহী অফিসার মোঃ মাসুদ হাসান পাটোয়ারীর অফিস তালাবদ্ধ৷ তার অফিস সহকারীর রুম খোলা থাকলেও কাউকে সেখানে খুঁজে পাওয়া যায়নি৷ ওই দপ্তরে কাউকে না পেয়ে প্রধানমন্ত্রীর প্রদানকৃত অনুদানের চেক নিতে এসে নিরাশ হয়ে বাড়ীতে ফিরে যান রহিম খান, মজিবর ফরাজি ও ফরহাদ নামের ৩ জন প্রতিবন্ধি৷ খবর নিয়ে জানাগেছে নির্বাহী অফিসার মোঃ মাসুদ হাসান পাটোয়ারী বিশেষ কারণে বরিশালে গেছেন৷ একইভাবে বন্ধ পাওয়া যায় উপজেলা চেয়ারম্যান মোঃ শাহআলম খানের অফিস৷ সহকারী কমিশনার (ভূমি) এর রুমও বন্ধ রয়েছে৷ ওই দপ্তরের কর্মচারীরা জানান গত ৪ মে থেকে ১৮ মে পর্যন্ত এ্যাসিল্যান্ড তানিয়া আফরোজ ছুটি নিয়েছেন৷ তার দপ্তরে এসে তাকে না পেয়ে নিরাশ হন অনেকেই৷

একইভাবে উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান,হিসাব রক্ষন কর্মকর্তা আঃ বারেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী ফজল আহম্মেদ,মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম,জনস্বাস্থ্য প্রকৌশলী মাইনুদ্দীন আহম্মেদ,মত্‍স্য কর্মকর্তা সঞ্জীব সন্নমত,উপজেলা সমন্বয়কারী জাহাঙ্গীর আলম ্্এদের কাউকে পাওয়া যায়নি৷ তাদের সকলের স্বস্ব রুম বন্ধ পাওয়া যায়৷ অনেক কর্মকর্তার দপ্তর খোলা থাকলেও তাদের চেয়ার টেবিল খালি দেখা যায়৷ কোন কোন কর্মচারীকে অফিস চলাকালিন সময় অফিসের টেবিলে মাথা রেখে ঘুমাতে দেখা গেছে৷ জনস্বাস্থ্য প্রকৌশলী মাইনুদ্দীন আহম্মেদ এর দপ্তরে গিয়ে দেখাগেছে,ওই দপ্তরের ১২ জন কর্মচারীর মধ্যে একমাত্র পিয়ন জোগেন্দ্রনাথকে অফিসে পাওয়া যায়৷ বাকী ১১ জন কোথায় আছে তার সদ্বুত্তর তিনি দিতে পারেননি৷

গৌরনদী উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের কর্মকর্তা – কর্মচারীদের অনুপস্থিতির বিষয়টি নিয়ে নির্বাহী অফিসার মোঃ মাসুদ হাসান পাটোয়ারীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারী কাজে কোন কোন কর্মকর্তা-কর্মচারী অফিসের বাইরে থাকতে পারেন৷ তবে ইচ্ছাকৃতভাবে কেউ অফিসে না আসলে অথবা কাজে গাফলতি করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান৷