দৈনিকবার্তা-আগৈলঝাড়া (বরিশাল) ১২ মে: বরিশালের আগৈলঝাড়ায় এক আমেরিকা প্রবাসীর বাড়ীর জায়গা দখলকে কেন্দ্র করে খ্রীস্টান মিশন ও বাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষরা৷ এসময় মিশন স্কুলে থাকা শিশুরা ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি ও চিত্কার করতে থাকে৷
প্রবাসী ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম বাগধা গ্রামের আমেরিকা প্রবাসী বিমল হালদারের ৮ শতাংশ জায়গা সেভেন্থ ডে এ্যাডভান্টিস মিশন (এসডিএ মিশন) ভোগ দখল করে আসছে৷ সোমবার ওই জায়গা মিশনের পক্ষে বিমল হালদার ও তার ছেলে আমেরিকা প্রবাসী স্বপন হালদার লিটু ভুমি জরীপকারীদের দিয়ে মেপে সীমানা নির্ধারণ করে৷ ওই জায়গার সীমানায় বেড়া দিতে গেলে পাশর্্ববতর্ী বাড়ীর মালিক বাগধা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুরাণ শীলের মা পারুল বাঁধা দিয়ে তাকে সংবাদ দেয়৷ সংবাদ পেয়ে জুরাণ শীল স্কুলের শিক্ষাথর্ীদের নিয়ে আমেরিকা প্রবাসী বিমল হালদারের বাড়িতে হামলা চালায়৷ এসময় তারা প্রবাসীর ছেলে স্বপনকে খু্্ঁজতে থাকে৷ তাকে না পেয়ে চলে যাবার সময় মিশনের সামনে স্বপনকে দেখতে পেয়ে ধাওয়া করে৷ স্বপন আত্মরক্ষার জন্য মিশন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়৷ এসময় শিক্ষার্থীরা তাকে মিশনের ভিতর থেকে বের করার জন্য দরজা ও জানালার উপরে লাঠিসোটা দিয়ে পিটাতে থাকে৷ ওই মিশন স্কুলের শিশু শিক্ষার্থীরা ভয়ে চিত্কার করে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে৷
এব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক জুরাণ শীলের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের কাছে ওই সম্পত্তির মালিক আমেরিকা প্রবাসী বিমল হালদারের কথা সত্যতা স্বীকার করলেও স্কুলের শিক্ষাথর্ীদের নিয়ে প্রবাসীর বাড়ি ও মিশন স্কুলে হামলার কথা তিনি অস্বীকার করেন৷এব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকতর্া মো.মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, মৌখিকভাবে শুনেছি৷ লিখিত অভিযোগ পেলে এবিষয়ে আইনানূগ ব্যবস্থা নেব৷