দৈনিকবার্তা-গাজীপুর, ১১ মে: গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম.এ মান্নানকে ফের একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারগারে পাঠানো হয়েছে। রিমান্ড শেষে সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করলে আদালতের বিচারক মান্নানকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।গাজীপুর আদালতের ইন্সপেক্টর মো: রবিউল ইসলাম জানান, গত বছরের ৫ নবেম্বর গাজীপুর মহানগরের মালেকেরবাড়ি এলাকায় একটি প্রাইভেটকার এবং একটি কাভার্ডভ্যান ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় আদালত গত বুধবার অধ্যাপক এমএ মান্নানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে গত রবিবার তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জয়দেবপুর থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা খান এর আদালতে হাজির করা হয়। শুনানী শেষে ওই আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১তে পাঠানো হয়।মেয়র মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, আমরা অধ্যাপক এমএ মান্নানের জামিনের আবেদন করি। শুনানী শেষে বিচারক জমিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরো জানান, মেয়র মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানায় আরো ৬টি মামলা রয়েছে। এ সব মামলার মধ্যে ৩টিতে তিনি জামিনে রয়েছেন। এ ছাড়া ২৭ ডিসেম্বর বিএনপি’র ডাকা হরতাল চলাকালে সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় সাংবাদিক বহনকারী একটি মাইক্রেবাস এবং একটি লেগুনা ভাংচুরের ঘটনায় এক সাংবাদিকের মামলায় চার্জ শীট দাখিল করেছে পুলিশ। আগামী ১২ মে চার্জশীটটি শুনানীর জন্য দিন ধার্য্য করেন আদালত।উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহীবাসে পেট্রোলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নানকে ঢাকার বারিধারার নিজ বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। তার অনুপস্থিতিতে গত ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।