DoinikBarta_দৈনিকবার্তা timthumbদৈনিকবার্তা-মৌলভীবাজার, ১১ মে: মৌলভীবাজারে শেষ হলো দুই দিনব্যাপী উপজেলা পর্যায়ে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা। অটিষ্টিক একাডেমী স্থাপন প্রকল্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর আয়োজনে অনুষ্ঠানের ২য় দিন সোমবার শ্রীমঙ্গল উপজেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দে কর্মশালায় মুল বিষয় বস্তু তুলে ধরেন অটিষ্টিক একাডেমী স্থাপন প্রকল্প পরিচালক সালমা বেগম , শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ সাইদুল হক, শ্রীমঙ্গল প্রেসক্রাব সভাপতি গোপাল দেব চৌধুরী, আওয়ামীলীগ সভাপতি এম এ মনির, সাংবাদিক এম এ রহিম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ বর্ধন। এ ছাড়াও দিনব্যাপী কর্মশালায় শিক্ষক, অভিভাবক, জন-প্রতিনিধি, সাংবাদিক, আইনজীবিসহ সর্বস্তরের শতাধিক মানুষ অংশগ্রহণ করে।

কর্মশালায় জানানো হয়, মানসিক ও শারিরিক বিভিন্ন রোগের সমন্বয়কে প্রতিবন্ধি বলে। আর অটিজম একটি শারিরিক ও মানসিক রোগ। এছাড়া অন্যান্য প্রতিবন্ধি ও অটিজম রোগীরা হলেন, যারা কথা বলতে পারে না, যারা কানে শুনতে পারে না, যারা চোখে দেখতে পারে না ইত্যাদি। কর্মশালায় জানানো হয়, মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত ১৬ হাজার ৭৭৯ জন প্রতিবন্ধি রোগীকে শনাক্ত করা হয়েছে আর এটি একটি চলমান প্রক্রিয়া। এদের জন্য প্রথমে বিভাগে পরে জেলা ও উপজেলায় অটিষ্টিক একাডেমী স্থাপন করা হবে। এর আগে প্রথম দিন রোববার সকালে মৌলভীবাজার সদর উপজেলায় এর উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান।