Gazipur-(5)- 10 May 2015-Confference

দৈনিকবার্তা-গাজীপুর, ১০ মে: সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরনের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে রবিবার বিকেলে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা তথ্য কর্মকর্তা নাসিমা খাতুন এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন। এসময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ নুরুন্নবী আকন্দ, অধ্যাপক হাবিবুর রহমান মৃধা, প্রভাষক হরিনারায়ন চৌহান, ডেইলী স্টার’র গাজীপুর জেলা প্রতিনিধি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী আকতার হোসেন, মাহবুবুর রহমান আকন্দ, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ও যুগান্তর’র শ্রীপুর প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দ, সাধারন সম্পাদক এম রুহুল আমীন, এনামুল হক শ্যামল ও আকতার হোসেন প্রমুখ।