DoinikBarta_দৈনিকবার্তা Nicola+Sturgeon+2

দৈনিকবার্তা-যুক্তরাজ্য, ১০ মে: যুক্তরাজ্যর পার্লামেন্ট নির্বাচনে এক তৃতীয়াংশ আসন থেকে নারী প্রার্থীরা বিজয়ী হয়ে এসেছেন যাকে রাজনীতিতে নাটকীয় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে ১৯১টিতে জিতেছেন নারী প্রার্থীরা অর্থাৎ প্রায় ২৯ % এমপি নারী। গতবার এ হার ছিল ২৩%।১৯৯৭ সালের পর এবারই নারী এমপির সংখ্যা সবচেয়ে বেশি হারে বেড়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রধান দুই দল কনজারভেটিভ ও লেবার পার্টি থেকে গতবারের তুলনায় এবার পুরুষের বিপরীতে নারী এমপির হার বেড়েছে।তবে সবচেয়ে বেশি সংখ্যক নারি এমপি এসেছে স্কটল্যান্ডভিত্তিক দল স্কটিশ ন্যাশনাল পার্টি থেকে। ওই পার্টির প্রধান নিকোলা স্টার্জেওন-ও নারী।

সরকারের ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ। এদিকে, সরকারের ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে শনিবার লন্ডনে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বিরোধী বিক্ষোভ হয়েছে—এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিত পর কমপক্ষে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এদিকে, ব্রিটেনে পার্লামেন্ট নির্বাচনে জয়ের পর নতুন মন্ত্রিসভা গঠনে ব্যস্ত প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তার মন্ত্রিসভার সব সদস্য কনজারভেটিভ দলেরই হবেন বলে ধারানা করা হচ্ছে।মাইকেল গোভকে বিচারমন্ত্রী এবং ক্রিস গেইলকে হাউস অব কমন্সের নেতা করতে যাচ্ছেন ক্যামেরন। নিকি মরগান থাকছেন শিক্ষামন্ত্রী হিসেবেই।এরইমধ্যে অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন, স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে, পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড ও প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালনকে সপদে বহাল রেখেছেন প্রধানমন্ত্রী ক্যামেরন।তবে সাবেক অভিবাসনমন্ত্রী মার্ক হারপার নতুন চিফ হুইপ হতে পারেন বলে ধারনা করা হচ্ছে।